Skippable in-stream ads
এই ফরম্যাটে, আপনার ভিডিও টি ইউটিউবে অন্য ভিডিও দেখার আগে, মাঝে বা পরে — আর গুগলের ভিডিও পার্টনার অ্যাপ-সাইটেও বিজ্ঞাপন হিসেবে দেখানো হবে। ভিউয়ার চাইলে ৫ সেকেন্ড পর স্কিপ করতে পারে — তাই শুরুতেই একটা ক্যাচি হুক থাকলে ভালো পারফর্ম করে।
💰 অ্যাড বাজেট থেকে খরচ হয় তখনই, যখন কেউ ভিডিওটা ৩০ সেকেন্ড পর্যন্ত দেখে, পুরোটা দেখে (যদি ভিডিওটা ছোট হয়), অথবা ক্লিক করে (CPV)। চাইলে ইম্প্রেশন বা কনভার্শন ভিত্তিক চার্জেও (CPM/CPA) চালানো যায়।
🎯 যদি টার্গেট হয় সেলস, লিড, ওয়েবসাইট ট্রাফিক, বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস — তাহলে এই ফরম্যাট একেবারে পারফেক্ট।
Non-skippable in-stream ads
এই ফরম্যাটে, আপনার ভিডিও অ্যাড টি ইউটিউবে অন্য ভিডিওর আগে, মাঝে বা পরে — আর গুগলের ভিডিও পার্টনার অ্যাপ-সাইট এবং কিছু ক্ষেত্রে YouTube TV-তেও দেখানো হয়।
💡 ভিউয়ার স্কিপ করতে পারে না — তাই পুরো ভিডিওটা একটানা দেখতে হয়। যখন আপনি চান ভিউয়ার মনোযোগ দিয়ে পুরো অ্যাডটা দেখুক — একটুও মিস না করে, তখন এই ফরম্যাট দারুণ কাজ করে।
📏 ভিডিওর দৈর্ঘ্য সর্বোচ্চ ৩০ সেকেন্ড।
💰 খরচ হয় ইমপ্রেশনের ভিত্তিতে (Target CPM)। ভিউ বা ক্লিক না হলেও চার্জ হয়।
🎯 ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর consideration বাড়ানোর জন্য এটা একেবারে পারফেক্ট।
In-feed video ads
এই ফরম্যাটে, আপনার ভিডিও অ্যাড ইউটিউব সার্চ রেজাল্ট, রিলেটেড ভিডিও সেকশন আর মোবাইল হোমপেজে ডিসকভারি ফ্রেন্ডলি প্লেসমেন্টে দেখা যাবে। বিজ্ঞাপন টি দেখাবে থাম্বনেইল আর টেক্সটসহ, যা ভিউয়ারকে ক্লিক করে ভিডিও টি দেখার জন্য ইনভাইট করে।
🎯 এটা বেস্ট যখন আপনার টার্গেট থাকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করা আর অডিয়েন্সকে ভিডিওর সঙ্গে এনগেইজ করানো।
💰 চার্জ হয় তখনই, যখন কেউ ভিডিওটাতে ক্লিক করে দেখে বা কমপক্ষে ১০ সেকেন্ড পর্যন্ত দেখে।
ইউটিউব আর গুগল ভিডিও পার্টনার নেটওয়ার্ক জুড়ে ভিজিবিলিটি তৈরি করার জন্য এই ফরম্যাট একেবারে পারফেক্ট।
Bumper ads
এই ফরম্যাটে, আপনার ৬ সেকেন্ডের ভিডিও টি ইউটিউবে অন্য ভিডিও কনটেন্ট দেখার আগে, মাঝে বা পরে — গুগলের ভিডিও পার্টনার প্ল্যাটফর্মেও বিজ্ঞাপন হিসেবে দেখানো হবে। ভিউয়ারকে পুরোটা দেখতে হবে, কারণ স্কিপ করার কোনো অপশন থাকে না।
🎯 এই ফরম্যাট পারফেক্ট যখন আপনার টার্গেট হয় ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করা আর অডিয়েন্সের মনে মেসেজটা গেঁথে দেওয়া।
💰 এখানে খরচ হয় impression (CPM) অনুযায়ী — মানে, যতবার অ্যাডটা দেখা হবে, তার ভিত্তিতে চার্জ।
হাই-রিচ, শর্ট-ফরম্যাট ক্যাম্পেইনের জন্য একেবারে আইডিয়াল।
YouTube Shorts ads
এই ফরম্যাটে, আপনার ভিডিও অ্যাড টি ইউটিউব Shorts ফিডে অন্য Shorts কনটেন্টের মাঝখানে দেখানো হয়।
পুরোটাই মোবাইল-অপ্টিমাইজড আর হাই-এনগেজমেন্ট প্লেসমেন্ট — যেখানে আপনার অ্যাডটা দেখে মনে হয় ঠিক যেন আরেকটা রেগুলার Shorts ভিডিও! ভিউয়ার চাইলে সোয়াইপ করে স্কিপ করতে পারে।
🎯 এই ফরম্যাট পারফেক্ট যখন আপনি চান শর্ট-ফরম্যাট কনটেন্টের ভেতরেই ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর অডিয়েন্স এনগেজমেন্ট গড়ে তুলতে।
💰 এখানে খরচ হয় impression, view (১০ সেকেন্ডের বেশি) অথবা call-to-action বাটনে ক্লিক হওয়ার উপর ভিত্তি করে।
📱 এই অ্যাড মোবাইল অ্যাপ, ট্যাবলেট বা কানেক্টেড ডিভাইস — সবখানেই ডেলিভারি হয়, seamless ভাবেই।
১ম ধাপঃ বিজ্ঞাপন অর্ডার টির ব্যাপারে বিস্তারিত জানানো
গ্রাহক কি ধরনের পন্য বা সেবার বা কোন ধরনের বিজ্ঞাপন দিবে, বাজেট কেমন হবে এবং বিজ্ঞাপন টি কতদিন চলবে ইত্যাদিসহ সম্পূর্ন ব্যাপারে আমাদের বিস্তারিত অবগত করবে।
২য় ধাপঃ টাকা পাঠানো
বিজ্ঞাপনের নির্ধারিত সার্ভিস চার্জ আমাদেরকে bKash/Bank এ অগ্রিম পাঠাতে হবে। টাকা পাঠানোর পর তার প্রাপ্তি নিশ্চিত করার জন্য অবশ্যই প্রয়োজনীয় প্রামানিক তথ্য যেমন- প্রেরকের bKash নম্বরের শেষ ডিজিট বা Trx ID বা ব্যাংক জমার স্লিপের ছবি পাঠাতে হবে।
১। সর্বনিম্ম বিজ্ঞাপন বাজেট প্রতিদিন ৩ ডলার এবং সর্বোচ্চ গ্রাহকের ইচ্ছানুযায়ী।
২। বিজ্ঞাপনের মেয়াদ সর্বোচ্চ ১০ দিন।
৩। বড় বাজেটের ক্ষেত্রে গ্রাহক চাইলে অগ্রিম পেমেন্টের ধরন এবং পরবর্তি পেমেন্টগুলোর ধরন আলোচনার মাধ্যমে নির্ধারন করতে পারবে। তবে শর্ত অনুযায়ি গ্রাহক নির্ধারিত সময়ে পেমেন্ট করতে ব্যর্থ হলে সাময়িক সময়ের জন্য গ্রাহকের বিজ্ঞাপন টি পজ করে রাখা হবে।
৪। অ্যাড সাবমিট করার পর গুগল অটোমেটিক সিস্টেমের মাধ্যমে প্রথমে সেটা রিভিউ করে, এরপর একটিভ করে। কোন অ্যাড রিভিউ করার ক্ষেত্রে গুগল সর্বোচ্চ ২৪ ঘন্টা বিলম্ব করতে পারে। সুতরাং এ ব্যাপারটি সম্পূর্ন গুগলের নিয়ন্ত্রানাধীন যেখানে আমাদের কোন ভূমিকা নেই। তবে কোন অ্যাড যদি ২৪ ঘন্টা অতিক্রম হওয়ার পরও রিভিউতে থাকে তখন আমরা সেটা গুগলের সাপোর্টের মাধ্যমে ম্যানুয়াল রিভিউতে পাঠাবো। যদি এমন হয় গুগলের কোন পলিসির কারনে অ্যাডটি কোনভাবেই একটিভ করা যাচ্ছে না, তবে গ্রাহকের সাথে আলোচনা করে সর্বোচ্চ ৫ কর্মদিবসের মধ্যে গ্রাহককে রিফান্ড করা হবে।
Registered Office: Suite A 82 James Carter Road, Mildenhall, Bury St., Bury St. Edmunds, England, United Kingdom, IP28 7DE
Hotline: +447308601244
Email: contact@ad71.agency