Meta Agency Ad Account এর বৈশিষ্ট্য কী?
এই অ্যাড একাউন্ট গুলোতে ফেসবুকের নিজস্ব পেমেন্ট মেথড এড করা থাকে। তাই বিজ্ঞাপন দাতা ফেসবুক অ্যাডের কোন পলিসি ভায়োলেট না করলে এ ধরনের অ্যাড একাউন্ট ডিজাবল হওয়া থেকে শতভাগ ঝুকিমুক্ত। এছাড়া যে পেইজের নামে অ্যাড একাউন্ট নেওয়া হয় সেই পেইজ টিও অনাকাংখিত রেস্ট্রিকশন থেকে ৯৯% ঝুকিমুক্ত থাকে।
সার্ভিস চার্জ
প্রতি ডলার রেট ১৩৫ টাকা ৫০ পয়সা (সার্ভিস চার্জ এবং আনুষাঙ্গিক খরচ সহ)
শর্তাবলী
১। প্রতি মাসে মিনিমাম ৫০০ ডলারের অ্যাড স্পেন্ডিং বাজেট থাকতে হবে।
২। মিনিমাম ৫০ ডলার দিয়ে ব্যালেন্স রিচার্জ করেই অ্যাড একাউন্ট ব্যবহার করা যাবে।
৩। অ্যাড একাউন্ট তৈরি হতে সর্বোচ্চ ২ কর্মদিবস লাগতে পারে।
৪। প্রথমে ৫০০ টাকা পরিশোধ করে অ্যাড একাউন্টের জন্য আবেদন করতে হবে। পরবর্তিতে অ্যাড একাউন্ট এর এক্সেস নেওয়ার পর পূর্বের পরিশোধকৃত ৫০০ টাকা বাদ দিয়ে বাকি যে বিল থাকে তা একেবারে পরিশোধ করতে হবে।
৫। ফেসবুকের টার্মস এন্ড কন্ডিশন মেনেই এই অ্যাড একাউন্ট পরিচালনা করতে হবে।