“করোনা” দূর্যোগে ফেসবুক নিয়ে এল উদ্যোক্তাদের জন্য সুখবর!

“করোনা” দূর্যোগে ফেসবুক নিয়ে এল উদ্যোক্তাদের জন্য সুখবর!

গত কয়েক সপ্তাহে ‘করোনা’ যেভাবে বৈশ্বিক মহামারিতে রূপ নিয়েছে তাতে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাঙ্খিত প্রফিট অর্জন করতে এবং ব্যবসা টিকিয়ে রাখতেই হিমসিম খেতে হচ্ছে। তাই এই “করোনা” দূর্যোগে ফেসবুক নিয়ে আসছে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আর্থিক সহায়তা!

গত ১৭ই মার্চ ফেসবুক ঘোষনা করলো ১০০ মিলিয়ন ডলারের আর্থিক অনুদানের ব্যাপারটি যা নগদ তহবিল হিসেবে এবং অ্যাড ক্রেডিট (কুপন) এর মাধ্যমে দেওয়া হবে। সুযোগটি পাবে বিশ্বের ৩০টির বেশি দেশের উদ্যোক্তারা যেখানে ফেসবুকের কার্যক্রম রয়েছে এবং সর্বোচ্চ ৩০ হাজার ক্ষুদ্র ব্যবসায়ীরা এই অর্থনৈতিক সহায়তা গ্রহন করতে পারবে। আসন্ন সপ্তাহগুলোর মধ্যেই ফেসবুক আবেদন নেওয়া শুরু করবে তখন এ ব্যাপারে আরো বিস্তারিত জানতে পারবে সবাই।

তথ্য সূত্রঃ https://www.facebook.com/business/grants

Comments

  1. Ibrahim Khalil
    March 19, 2020
  2. Rabeya Khatun Rakhi
    March 19, 2020
  3. Fahima sultan
    March 19, 2020

Write a Comment