“করোনা” দূর্যোগে ফেসবুকের পর এবার গুগল নিয়ে এল উদ্যোক্তাদের জন্য সুখবর!

“করোনা” দূর্যোগে ফেসবুকের পর এবার গুগল নিয়ে এল উদ্যোক্তাদের জন্য সুখবর!

করোনাভাইরাস সংক্রমণ সারা পৃথিবী জুড়ে বেড়েই চলেছে যার নেতিবাচক প্রভাব পড়েছে ব্যবসা-বানিজ্যে বিশেষ করে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি আকারের ব্যবসাগুলো। তাই এই “করোনা” দূর্যোগে গত ১৭ই মার্চ ফেসবুক ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সহায়তার ঘোষনা দেয় এবং সেই ধারাবাহিকতায় এবার গুগলও কিছুটা একই রকম ঘোষনা দিল।

ক্ষুদ্র এবং মাঝারি আকারের ব্যবসাগুলোর জন্য গুগল ৩৪০ মিলিয়ন ডলারের আর্থিক সহায়তা প্রদান করতে যাচ্ছে যা মূলত অ্যাড ক্রেডিট আকারে দেওয়া হবে। যাদের গুগল অ্যাড একাউন্ট ২০১৯ সালের ১ লা জানুয়ারি থেকে একটিভ আছে তারাই এই আর্থিক সহায়তা পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবে এবং আসন্ন মাসগুলোতে তাদের অ্যাড একাউন্টে অ্যাড ক্রেডিট পাওয়ার নোটিফিকেশন চলে আসবে। ৩১ শে ডিসেম্বর, ২০২০ পর্যন্ত এই অ্যাড ক্রেডিট গুগলের সব ধরনের অ্যাড ক্যাম্পেইনে ব্যবহার করা যাবে।

তথ্য সূত্রঃ https://support.google.com/google-ads/answer/9803410?hl=en

Write a Comment