১। প্রথমে আপনার ডেস্কটপ/ল্যাপটপের ব্রাউজারের মাধ্যমে business.facebook.com/create এ ভিজিট করুন এবং “Create an account” বাটনে ক্লিক করুন।
২। পরবর্তি ধাপে একটি পপআপ স্ক্রিন দেখবেন সেখানে আপনার ব্যবসায়/পেইজের নাম, আপনার ফেসবুক প্রোফাইলের নাম এবং ইমেইল এ্যাড্রেস টি লিখে “Submit” বাটনে ক্লিক করুন।
৩। এরপর আরেকটি পপআপ স্ক্রিন দেখবেন যেখানে আপনাকে ইমেইল এ্যাড্রেস কনফার্ম করতে বলবে। এটা পরে কনফার্ম করলেও চলবে। আপাতত “Done” বাটনে ক্লিক করুন।
ব্যাস তৈরি হয়ে গেল আপনার Meta Business Manager একাউন্ট!